ভোট কেন্দ্রে নৌকার এজেন্টের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:২৪ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার

ফাইল ছবি
টাঙ্গাইলের সখীপুরে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপি সদস্য আজহারুল ইসলাম রাজা (৪০) মারা গেছেন। রবিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের যোগিরকোপা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যোগিরকোপা পূর্বপাড়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পার্থ সারথী গোস্বামী বলেন, ওই ইউপি সদস্য এজেন্ট দায়িত্ব পালনকালে সকাল সাড়ে নয়টায় ভোট কেন্দ্রে জ্ঞান হারিয়ে ফেলেন।
অসুস্থ অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরি বিভাগের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজওয়ান২৪/ইরু