NewsOne24

‘একুশের চেতনা আধিপত্যবাদী শক্তিকে রুখতে উজ্জীবিত করে’

জামান সরকার, ফিনল্যান্ড থেকে

নিইজ ওয়ান24.কম

প্রকাশিত : ১০:০৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬ রোববার

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক তাৎপর্যময় দিন। মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালের সেই দিনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে পুলিশের গুলিতে আত্মদান করে।

মহান শহীদ দিবস উপলক্ষে সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে এক বাণীতে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুইডেন শাখার প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু।

তিনি বলেন, ভাষা শহীদদের এই মহিমান্বিত আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান।

ইউরোপ বিএনপির জ্যেষ্ঠ নেতা মহিউদ্দিন আহমেদ জিন্টু আরও বলেন, আজও একুশের অম্লান চেতনা সকল ষড়যন্ত্রকারী আধিপত্যবাদী শক্তিকে রুখতে আমাদের উজ্জীবিত করে। ৫২’র মহান একুশের শহীদদের আত্মদান এই দুঃসময়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের প্রেরণা যোগাবে।

জিন্টু বলেন, দেশ স্বাধীন হলেও নতুন করে ভিন্ন মাত্রায় আধিপত্যবাদী শক্তি এদেশের ওপর সাংস্কৃতিক, অর্থনৈতিক আধিপত্য কায়েম করে জাতি হিসেবে আমাদেরকে নতজানু করে রাখতে চাচ্ছে। ভিন্ন কায়দায় আমাদের ভাষা সংস্কৃতির ওপর বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন চলছে মহল বিশেষের সহযোগিতায়। যারা দেশকে তাবেদার রাখতে চান তারাই চক্রান্তজাল বুনে আধিপত্যের থাবাকে বিস্তার লাভ করতে সুযোগ দিয়ে সাংস্কৃতিক ও অর্থনৈতিক আগ্রাসনকে প্রশ্রয় দিচ্ছে- যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। আর এইজন্যই এখন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আবারো একদলীয় দুঃশাসনের শৃঙ্খলে দেশের মানুষকে আটকে রাখা হয়েছে।

তিনি ৫২’র ভাষা শহীদদের রুহের মাগফিতার কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।
নিউজওয়ান২৪.কম/এসএল