NewsOne24

‘গণহত্যা দিবস পালন করেনি বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির সমালোচনা করে বলেছেন, গতকাল ২৫ মার্চ ছিল গণহত্যা দিবস।

রাষ্ট্রীয়ভাবে ও আওয়ামী লীগসহ দেশের বিভিন্ন সংগঠন দিবসটি পালন করলেও বিএনপি করেনি। যারা শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন, তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করেন?

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে (ডিএফপি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
ড. হাছান বলেন, আজ মহান স্বাধীনতা দিবস। এ দিবসে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার হওয়া উচিৎ। শহীদদের ত্যাগ ও স্বপ্নের প্রতি সম্মান না জানিয়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিকেই মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তা দুঃখজনক। তিনি বলেন, আমি আশা করি, বিএনপি’র রাজনীতি খালেদা জিয়ার হাঁটুর ব্যাথা ও তারেক জিয়ার মামলা থেকে মুক্তি পাক।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের ভুলের গঠনমূলক সমালোচনা আমরা চাই, কিন্তু অন্ধ সমালোচনা সমর্থনযোগ্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃতে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন আজ বিশ্বে আমাদের সম্মানজনক পরিচিতি দিয়েছে। দেশের অগ্রগতি আরো ত্বরান্বিত হতো যদি বিএনপি-জামায়াত নেতিবাচক রাজনীতি না করতো।

এ সময় তথ্যমন্ত্রী জাতি গঠনের স্বার্থে নেতিবাচক রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সব রাজিনৈতিক দলকে আহ্বান জানিয়ে দলগুলোর উদ্দেশে বলেন, আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে সবাই মিলে একসঙ্গে কাজ করি। 
 
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান তথ্য অফিসার মো. জাকির হোসেন। ডিএফপির পরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সূচনা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

নিউজওয়ান২৪/আ.রাফি