আপনি করলে রাসলীলা অন্যে করলে ক্যারেক্টার ঢিলা: মোদিকে শত্রুঘ্ন
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:০৩ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

মোদি, শত্রুঘ্ন ও রাহুল -ফাইল ফটো
মুম্বাইয়া ফিল্মের এক সময়ের ড্যাশিং হিরো শত্রুঘ্ন সিনহা তার দেশের প্রধানmন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিদ্রোহী এমপি শত্রুঘ্ন আরো একবার মোদিকে হেয় করতে কংগ্রেস প্র্রধান রাহুল গান্ধীর প্রশংসা করলেন।
গতকাল (সোমবার) রাহুল গান্ধী ঘোষণা দেন যে তার দল ক্ষমতায় গেলে ন্যুনতম আয়ের পরিবারগুলোকে বিশেস আর্থিক সুবিধা দেবেন। এর প্রশংসা করে শত্রুঘ্ন সিনহা টুইট করেন যে, ন্যুনতম আয় পরিকল্পনার (মিনিমাম ইনকাম স্কিম) ঘোষণা ‘মাস্টার অব সিচুয়েশন’ রাহুল গান্ধীর একটি ‘মাস্টার স্ট্রোক’ মানে ওস্তাদি চাল।
তার এই ঘোষণা আমাদের কিছু নেতাকে পেরেশান করে ফেলেছে যার ফলে তারা দ্রুত একটি প্রেস কনফারেন্স ডেকে ওই ঘোষণাকে ছল-চাতুরি আখ্যা দিয়েছেন। এই বিষয়টির উল্লেখ করে শত্রুঘ্ন টুইটে আরো বলেছেন, আমাদের কিছু বিদ্বান-বিজ্ঞজন-রাজনীতিককে আমি জিজ্ঞেস করতে চাই যে যখন আপনারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির বুলি আওড়ান যেমন- সবার জন্য ১৫ লাখ, ঋণ মওকুফ ও কৃষকদের ভর্তুকি, প্রতি বছর দুই কোটি, আরো চাকরি- তখন সেগুলো ঠিক থাকে?
তার মানে আপনারা করেন তো সেটা হয় রাসলীলা আর অন্যরা করলেই ক্যারেক্টার ঢিলা? যা যদুর জন্য ঠিক তা মধুর জন্যও ঠিক-ই ধরা উচিৎ। লোকজন তাদের (কংগ্রেসের) এই উদ্যোগকে ভালভাবে নিয়েছে এবং জনগণ এটা নিয়ে উৎফুল্ল। তিনটি আলাদা রাজ্যে (ছত্তিশগর, মধ্যপ্রদেশ ও রাজস্থান) তারা প্রতিশ্রুতি মতো কৃষকদের ঋণ মওকুফ করেছে সম্প্রতি।
নির্বাচনী বাগবিতণ্ডার লড়াইয়ে রাহুল সর্বশেষ বলেছেন, মোদি ধনীদের হাতে অর্থ তুলে দিয়েছেন আর আমরা ক্ষমতায় এলে দেব গরীবদের হাতে। রাহুল ঘেমোদিকে শত্রুঘ্ন: আপনি করলে রাসলীলা অন্যে করলে ক্যারেক্টার ঢিলা!
মুম্বাইয়া ফিল্মের এক সময়ের ড্যাশিং হিরো শত্রুঘ্ন সিনহা তার দেশের প্রধানmন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিদ্রোহী এমপি শত্রুঘ্ন আরো একবার মোদিকে হেয় করতে কংগ্রেস প্র্রধান রাহুল গান্ধীর প্রশংসা করলেন।
গতকাল (সোমবার) রাহুল গান্ধী ঘোষণা দেন যে তার দল ক্ষমতায় গেলে ন্যুনতম আয়ের পরিবারগুলোকে বিশেস আর্থিক সুবিধা দেবেন। এর প্রশংসা করে শত্রুঘ্ন সিনহা টুইট করেন যে, ন্যুনতম আয় পরিকল্পনার (মিনিমাম ইনকাম স্কিম) ঘোষণা ‘মাস্টার অব সিচুয়েশন’ রাহুল গান্ধীর একটি ‘মাস্টার স্ট্রোক’ মানে ওস্তাদি চাল।
তার এই ঘোষণা আমাদের কিছু নেতাকে পেরেশান করে ফেলেছে যার ফলে তারা দ্রুত একটি প্রেস কনফারেন্স ডেকে ওই ঘোষণাকে ছল-চাতুরি আখ্যা দিয়েছেন। এই বিষয়টির উল্লেখ করে শত্রুঘ্ন টুইটে আরো বলেছেন, আমাদের কিছু বিদ্বান-বিজ্ঞজন-রাজনীতিককে আমি জিজ্ঞেস করতে চাই যে যখন আপনারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির বুলি আওড়ান যেমন- সবার জন্য ১৫ লাখ, ঋণ মওকুফ ও কৃষকদের ভর্তুকি, প্রতি বছর দুই কোটি, আরো চাকরি- তখন সেগুলো ঠিক থাকে?
তার মানে আপনারা করেন তো সেটা হয় রাসলীলা আর অন্যরা করলেই ক্যারেক্টার ঢিলা? যা যদুর জন্য ঠিক তা মধুর জন্যও ঠিক-ই ধরা উচিৎ। লোকজন তাদের (কংগ্রেসের) এই উদ্যোগকে ভালভাবে নিয়েছে এবং জনগণ এটা নিয়ে উৎফুল্ল। তিনটি আলাদা রাজ্যে (ছত্তিশগর, মধ্যপ্রদেশ ও রাজস্থান) তারা প্রতিশ্রুতি মতো কৃষকদের ঋণ মওকুফ করেছে সম্প্রতি।
নির্বাচনী বাগবিতণ্ডার লড়াইয়ে রাহুল সর্বশেষ বলেছেন, মোদি ধনীদের হাতে অর্থ তুলে দিয়েছেন আর আমরা ক্ষমতায় এলে দেব গরীবদের হাতে। রাহুল ঘোষিত স্কিম অনুযায়ী ভারতের ৫০ হাজার নিম্ন আয়ের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিমাসে ৬০০০ রুপি করে সহায়তা পাঠিয়ে দেওয়া হবে। দারিদ্র দূরীকরণে এটা একটি বড় পদক্ষেপ উল্লেখ করে রাহুল জানান, এ ধরনের স্কিমের অধীনে তারা এরই মধ্যে ১৪ কোটি মানুষকে দারিদ্রমুক্ত করেছেন। এ ধরনের দ্বিতীয় পদক্ষেপে এবার ২৫ কোটি লোকের দারিদ্র দূর করা হবে।
প্রসঙ্গত, ২০১৫ সালে বিহার রাজ্যসভা নির্বাচনের সময় থেকে মোদি সরকারের ওপর চড়াও হন শত্রুঘ্ন। এর জের ধরে এবারের নির্বাচনে বিহার রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী তালিকায় নেই বলিউড কুইন সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্নের নাম। তার আসন পাটনা সাহিব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদকে। এ নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে শিগগির শত্রুঘ্ন সিনহা কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। ঘোষিত স্কিম অনুযায়ী ভারতের ৫০ হাজার নিম্ন আয়ের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিমাসে ৬০০০ রুপি করে সহায়তা পাঠিয়ে দেওয়া হবে। দারিদ্র দূরীকরণে এটা একটি বড় পদক্ষেপ উল্লেখ করে রাহুল জানান, এ ধরনের স্কিমের অধীনে তারা এরই মধ্যে ১৪ কোটি মানুষকে দারিদ্রমুক্ত করেছেন। এ ধরনের দ্বিতীয় পদক্ষেপে এবার ২৫ কোটি লোকের দারিদ্র দূর করা হবে।
প্রসঙ্গত, ২০১৫ সালে বিহার রাজ্যসভা নির্বাচনের সময় থেকে মোদি সরকারের ওপর চড়াও হন শত্রুঘ্ন। এর জের ধরে এবারের নির্বাচনে বিহার রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী তালিকায় নেই বলিউড কুইন সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্নের নাম। তার আসন পাটনা সাহিব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদকে। এ নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে শিগগির শত্রুঘ্ন সিনহা কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। ইন্য়িানএক্সপ্রেস, জনসত্তা