NewsOne24

আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণের ইন্ধনদাতা রুহুল আমিনের আইনজীবী আশেক-ই-রসুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হচ্ছে। 

আগামীকাল রাষ্ট্রপক্ষ থেকে এ ব্যাপারে আবেদন করা হবে। এদিন এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ শুনানির এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে তিনি বলেন, ‘আদালতকে বিভ্রান্ত করে আসামি রুহুল আমিনের জামিন করানো আইনজীবী আশেক-ই-রসুল দেশের বাইরে রয়েছেন। আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে ওই আইনজীবীর বিরুদ্ধে মৌখিকভাবে আমরা আদালতে আবেদন জানিয়েছি। তবে লিখিতভাবে এ আবেদন দাখিলের পর বুধবার আবেদনর ওপর শুনানি হবে।’ 

সুবর্ণচরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার ইন্ধনদাতা রুহুল আমিনকে ১৮ মার্চ ১ বছরের জামিন দেন হাইকোর্ট। কিন্তু ওই জামিনে আদালতকে বিভ্রান্ত করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সংশ্লিষ্ট আদালতকে অবহিত করেন। এরপর ২৩ মার্চ বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ জামিন আদেশ বাতিল করেন।

নিউজওয়ান২৪/ইরু