NewsOne24

প্রধানমন্ত্রী মোদীকে ‘প্রচার মন্ত্রী’ বলে বহিষ্কার বিজেপি নেতা

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:৫৮ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

আইপি সিং ও নরেন্দ্র মোদি      -ফাইল ফটো

আইপি সিং ও নরেন্দ্র মোদি -ফাইল ফটো

আইপি সিং-এর বিতর্কিত এক ট্যুইট ঘিরেই ঘটনার সূত্রপাত্‍‌। 'আমার প্রধানমন্ত্রীকে বেছে নেব নাকি প্রচারমন্ত্রীকে?' প্রধানমন্ত্রী টি-শার্ট, কাপ বিক্রি করছেন, এসব দেখতে আদৌ কি ভালো লাগে? টুইটে এমন মন্তব্যই করেছিলেন তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে

দলে থেকে দলীয় তথা রাষ্ট্রের দণ্ডমুণ্ডের কর্তার বিরুদ্ধে এভাবে মুখ খোলার সাজা পেলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা আইপি সিংক। প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে ঝাঁঝালো মন্তব্যের জেরে সোমবার দল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। 

জানা গেছে, বিজেপি প্রধানমন্ত্রীক নিয়ে এমন মন্তব্যই নয়, আইপি সিংয়ের দলীয় আবেগ বিরোধী কাজের নজির আরো রয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আজমগড় থেকে প্রার্থী হওয়ার পর বিজেপির এই নেতা যেভাবে তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তা-ও ভালোভাবে নেয়নি বিজেপি। ফলে কঠিন শাস্তির খাড়া নেমে আসে তার ওপর।

ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্ব এদিন জানায়, দলবিরোধী কার্যকলাপের কারণে আগামী ছ-বছরের জন্য আইপি সিংকে বহিষ্কার করা হল। এনবিটি, এইসময়
নিউজওয়ান২৪.কম/এসএমএস