বরিশালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

ফাইল ছবি
রিশালের আগৈলঝাড়া উপজেলায় বাইপাস সড়কের পাশে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) বেলা সোয়া ২টার দিকে উপজেলা বাকাল নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ তাৎক্ষণিক লাশটির নাম-পরিচয় নিশ্চিত করতে পারি নি।
সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, সড়কের পাশে ডোবায় কচুরিপনার ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) নকীব আকরাম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ধারণা করা হচ্ছে লোকটি বিকারগ্রস্ত ছিলেন। অনেক সময় তাকে নোংরা পোশাক পড়ে ঘোরাঘুরি ও সিগারেটের উচ্ছিষ্ট অংশ টোকাতে দেখা যেতো। কিন্তু তাঁর মৃত্যুর কারণ কী সেই বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।
নিউজওয়ান২৪/ইরু