NewsOne24

পিকনিকের মাইক্রোবাস খাদে, নিহত ৪

গেরামের খবর

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১২:৪৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকনিকে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ ৪ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর হারবাং গোয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আমির হোসেন (৩৫) ঢাকার বাসাবো এলাকার আইয়াস আলীর ছেলে, আয়েশা আকতার শিল্পী (২৫) কুমিল্লার হোমনার জিকুর স্ত্রী, কুলসুমা আকতার সুমি (২৭) কুমিল্লার নোয়াপাড়ার আসাদুজ্জামন বাপ্পির স্ত্রী, গোলাম কিবরিয়া (৪০) ঢাকার সবুজবাগ বাসাবো এলাকার বাসিন্দা।

চি‌রিংগা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির এএসআই নুরুল ইসলাম জানান, শুক্রবার রাতে পিকনিকের মাইক্রোবাসটি ঢাকার বাসাবো থেকে কক্সবাজার যাচ্ছিল।

সকালে উক্ত এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

আহত ৮ জনকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাতজনের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে জানান এএসআই নুরুল ইসলাম।

নিউজওয়ান২৪.কম