সেই বাসচালক আটক
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
ছবি: সংগৃহীত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ওয়াসিমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে মৃত্যুর ঘটনায় আটক বাস চালক জুয়েল মিয়াকে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার মধ্যরাতে সিলেটের কমদতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে সিলেট মহানগর পুলিশ তাকে গ্রেপ্তার করেছিলো।
সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মুছা জানিয়েছেন, আটক বাস চালক জুয়েল মিয়াকে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল মৌলভীবাজারে হওয়ার কারনে পরবর্তী কার্যক্রম মৌলভীবাজার পুলিশ গ্রহণ করবে।
উদার পরিবহনের ওই গাড়ি চালক জুয়েলের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বাড়াউরা গ্রামের মৃত আজিদ মিয়ার পুত্র। এদিকে মৌলভীবাজার সদর থানার ওসি সুহেল আহমদ জানিয়েছেন, এ ঘটনায় নিহত ওয়াসিমের পরিবার কিংবা বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে এজাহার দেয়া হয়নি। বিকালের দিকে তারা এজাহার নিয়ে এলে মামলা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
শনিবার বিকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষার্থী ওয়াসিমকে উদার পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ভ-১৪-১২৮০) চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
নিউজ ওয়ান২ ৪