NewsOne24

১০৪ ইনিংস পর ‘ডাক’ মারলেন কোহলি

খেলা ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০১:২২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

১০৪ ইনিংস ও আড়াই বছর পর শূন্য রানে বিদায় নিলেন ব্যাটিং জিনিয়াস ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

পুনেতে চলমান চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তাকে ভুলতে বসা এই অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়েছেন অস্ট্রেলিয়ান ‘গতিদানব’ মিচেল স্টার্ক।
 
স্টার্কের ওয়াইড লেন্থ ডেলিভারি কোহলির ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে পিটার হ্যান্ডসকম্বের তালুবন্দি হয়। উল্লাসে মাতে গোটা অজি টিম। অধিনায়কের বিদায়ে প্রথম ইনিংসে অজিদের ২৬০ রানের জবাবে দলীয় ৪৪ রানে (১৪.৪ ওভার) তৃতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া।

এর আগে সর্বশেষ কার্ডিফে ২০১৪ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে কোহলির নামের পাশে ছিল ‘ডাক’। এরপর ক্রিকেটের সব ফরমেট মিলিয়ে টানা ১০৪ ইনিংসে তাকে কেউই ‘শূন্য’ রানে ফেরাতে পারেননি।

নিউজওয়ান২৪.কম