স্ত্রী-কন্যাকে মারতে গিয়ে ৬ পথচারীকে পিষে হত্যা
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:১৮ পিএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার

নিজের স্ত্রী ও কন্যাকে হত্যা করতে গিয়ে এক চীনা নাগরিক গাড়িতে পিষে ৬ জন পথচারীকে হত্যা করেছে।
এ ঘটনা ঘটেছে চীনের উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশের জাওইয়াং শহরে, শুক্রবার সকালে।
স্থানীয় সূত্র জানায়, রেস্টুরেন্ট মালিক কুই লিডং নিজের বউ ও কন্যাকে আজ (শুক্রবার) সকালে গাড়ি চাপা দিয়ে হত্যা কতে প্রবৃত্ত হয়। তার এই জিঘাংসা চরিতার্থ করতে গিয়ে সে নিরীহ ছয়জন পথচারীকে পিষে মারে। পরে পুলিশ এসে গুলি করে হত্যা করে ৪৪ বছর বয়সী লিডংকে।
জাওইয়াং শহর প্রশাসন জানায়, লিডংয়ের বেপরোয়া গাড়িচাপায় নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। এছাড়া এটনায় আহত হয়েছে অপর ৪ শিশুসহ মোট ৮ জন যাদের মধ্যে রয়েছে লিডংয়ের স্ত্রী-কন্যাও। এমিরেটস২৪৭
নিউজওয়ান২৪/আ.রাফি