NewsOne24

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চাওয়ায় কারাগারে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগে করা মামলায় পুলিশের এক এসআইকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওই এসআইয়ের নাম- মো. সাদেকুল ইসলাম।

মামলার এজহারে জানা গেছে, ২০১৬ সালে রাজধানীর ধানমন্ডির এক বাসায় গিয়ে পাসপোর্ট ফেরিফিকেশনের জন্য ড. সাবরিনা মুনাজিলিন নামের এক নারীর নিকট ২ হাজার টাকা দাবি করেন এসআই সাদেকুল ইসলাম।

তিনি তখন জানতেন না যে ওই নারী বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের স্ত্রী।

এ ঘটনায় ওই বছরের ৩১ আগস্ট ধানমন্ডি থানায় একটি মামলা করেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার হোসনে আরা আক্তার।

মামলাটি তদন্তের পর ২০১৭ সালের ২৬ এপ্রিলে সাদেকুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রহিমা খাতুন।

এর পর গত বছর ৮ অক্টোবর বিচার শুরু হয়। আজ (বৃহস্পতিবার) মামলার রায় ঘোষণা হয়। রায়ে জামিনে থাকা এসআই সাদেকুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

ওই ঘটনায় সময় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ঢাকায় কর্মরত ছিলেন এসআই সাদেকুল ইসলাম। এ মামলার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

নিউজওয়ান২৪/ইরু