জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক কাল
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
কর্মসূচি ঠিক করতে কাল শুক্রবার বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বিকাল ৪টায় পুরানা পল্টনে জামান টাওয়ারের ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জেলা ও বিভাগীয় শহরে গণসংযোগ কর্মসূচি চূড়ান্ত করা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নতুন নির্বাচন আদায়ের কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসবেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা।
এতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের নেতা অংশ নিবেন।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর আলম মিন্টু বৈঠকের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১১ মার্চ অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের বৈঠকে জেলা ও বিভাগীয় শহরে গণসংযোগ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য বৈঠক আহ্বান করা হয়েছে। এছাড়া আগাম জাতীয় নির্বাচন আদায়ের বিষয় ঐক্যফ্রন্টের করণীয় ঠিক করা নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান মিন্টু।
নিউজওয়ান২৪/ইরু