NewsOne24

দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:১৯ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত পরিবহনের বাস চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় ৮ দফা দাবি নিয়েই সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। 

বুধবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে ক্লাস বর্জন করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসুচি শুরু করে শিক্ষার্থীর

এ সময়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বিক্ষোভরত শিক্ষার্থীদের ক্লাশে ফেরার আহ্বান জানিয়ে বলেন, সুপ্রভাত বাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এ ব্যাপারে আলোচনা করা হচ্ছে।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আবরার আহমেদের নিহতের ঘটনায় দায়ী চালক ও হেলপারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে।

এর পরে শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবি বাস্তবায়নের জন্যে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় আন্দোলরত শিক্ষার্থীরা। তাদের ৮ দফা দাবি গুলি হচ্ছে :-

১। পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে এবং প্রতিমাসে বাস চালকের লাইসেন্সসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র চেক করতে হবে।

২। আটককৃত চালক এবং সম্পৃক্ত সকলকে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

৩। আজ থেকে ফিটনেসবিহীন বাস ও লাইসেন্স বিহীন চালককে দ্রুততম সময়ে অপসারণ করতে হবে।

৪। ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনীয় সকল স্থানে আন্ডারপাস, স্পিড ব্রেকার এবং ফুট ওভার ব্রিজ নির্মাণ করতে হবে।

৫। সড়কে হত্যার সাথে জড়িত সকলকে সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে এবং চলমান আইনের পরিবর্তন করতে হবে।

৬. দায়িত্ব অবহেলাকারী প্রশাসন ও ট্রাফিক পুলিশকে স্থায়ী অপসারণ করে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭। প্রতিযোগিতামূলক গাড়ি চলাচল বন্ধ করে নির্দিষ্ট স্থানে বাসস্টপ এবং যাত্রী ছাউনি নির্মাণ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৮। শিক্ষার্থীদের হাফ পাশ বা আলাদা বাস সার্ভিস চালু করতে হবে।

এদিকে নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে সকাল সাড়ে ৯টার দিকে ফের প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিইউপি শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় আইইউবি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এতে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ রয়েছে।

একই দাবিতে সকাল ১০টার দিকে ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের প্রধান সড়ক থেকে সরিয়ে বিজ্ঞান কলেজের সামনে নিয়ে যায়।

নিরাপদ সড়কের দাবিতে পুরান ঢাকার তাঁতী বাজার এলাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা ওই এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ করছেন। এতে ওই এলাকার সকল রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

নিউজওয়ান২৪/ইরু