NewsOne24

এসি বিস্ফোরণে স্ত্রীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে স্ত্রীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা দগ্ধ হয়েছেন। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রাজধানীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া (৫০) ও তার স্ত্রী বিলকিস ফারজানা বেবী।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান জানান, উত্তরা ৩ নং সেকটরের একটি ভবনে রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার স্ত্রী দগ্ধ হয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ওসি আরও জানান, দগ্ধ দুজনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

নিউজওয়ান২৪/ইরু