NewsOne24

নেদারল্যান্ডে হামলাকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

নেদারল্যান্ডে ট্রামে গুলি করে কমপক্ষে তিনজনকে হত্যার দায়ে গোকম্যান তানিস নামে ৩৭ বছর বয়সী এক তুর্কি নাগরিককে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ।

সোমবার হামলাস্থল থেকে প্রায় দুই মাইল দূরে উট্রেচট শহরে একটি ভবনে কয়েক ঘন্টা পরই পুলিশ তার অবস্থান বুঝতে পারে। 

সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে সে সোমবার ওই হামলা চালিয়েছিল তা পরিষ্কার নয়। হামলার পর চারদিকে জরুরি ভিত্তিতে তাকে খোঁজার কাজ শুরু হয়। বন্ধ করে দেয়া হয় সব স্কুল।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে চালানো ওই হামলায় বেশ কিছু মানুষ আহত হন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সন্ধ্যায় পুলিশ এক সংবাদ সম্মেলনে এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। তবে একজন প্রসিকিউটর বলেছেন, এ ঘটনা পারিবারিক কোনো কারণে ঘটে থাকতে পারে। ডাচ পুলিশ তাকে আগে থেকেই জানতো। স্থানীয় একজন ব্যবসায়ী বলেছেন, এর আগে রাশিয়ার চেচনিয়াতে লড়াই করেছে গোকমেন তানিস। ওই অঞ্চলে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত এমন অনেক জিহাদি গ্রুপ সক্রিয় দীর্ঘদিন ধরে। আইএসের সঙ্গে যুক্ত থাকার কারণে এর আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরে ছেড়ে দেয়া হয়। 

নিউজওয়ান২৪/ইরু