বাসচাপায় শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি সংগৃহীত
রাজধানীর নর্দ্দা এলাকায় বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
গুলশান থানার উপপরিদর্শক সিনথিয়া আক্তার জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে আবরার আহমেদ নামের ওই শিক্ষার্থী রাস্তা পার হতে গেলে সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসের চালক সিরাজুল ইসলামকে আটক করেছে। বাসটিকে জব্দ করা হয়েছে।
এ ঘটনার খবর শুনে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও নর্দার স্থানীয়রা সড়ক অবরোধ করেছেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজওয়ান২৪/ইরু