‘গ্যাসের মূল্য বৃদ্ধি রুখতে আন্দোলনে নামছে ওয়ার্কার্স পার্টি’
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৩৬ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
ছবি সংগৃহীত
গ্যাসের মূল্য বৃদ্ধি চেষ্টার বিরোধীতা করে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যেখানেই যাচ্ছে গ্যাস পাওয়া যাচ্ছে। ভোলাতে প্রচুর গ্যাস পাওয়া গেছে। গাজীপুরেও পাওয়া গেছে। প্রশাসন বললেই তো গ্যাস আসে। ট্রেডিং স্বার্থটা অনেক বড়। যার ফলে এলএনজির (তরলিকৃত প্রাকৃতিক গ্যাস) দোহাই দিয়ে এই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। গ্যাসের মূল্য বৃদ্ধি রুখতে অচিরেই দেশব্যাপী একযোগে দলের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে।
রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি আইলপাড়া এলাকায় ওয়ার্কার্স পার্টির নেতা অসুস্থ শফিউদ্দিন আহমদকে দেখতে তার বাসভবনে যান মেনন। এসময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সরকারদলীয় জোটের এই শীর্ষ নেতা সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচন নিয়ে বলেন, সবচেয়ে বড় কথা হল, ওদের যেমন দোষ আছে, আমাদেরও রয়েছে। আমাদের যে ছাত্রসংগঠন আছে তাদের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের সম্পৃক্ততা কম থাকায় সে সুযোগ পেয়েছে। কিন্তু মেয়েদের হলে তা সম্ভব হয়নি। তার কারণ, মেয়েদের হলে ছাত্রলীগের তেমন কোন সাংগঠনিক ভিত্তি ছিল না। তাই তারা তাদের মত ওখানে ঠেকিয়ে দিয়েছে। ছেলেদের হলে যেহেতু কোন সংগঠনেরই অবস্থান নেই বা ছিল না তাই তারা সুযোগ পেয়েছে। নির্বাচনে মাঠ ছেড়ে দাঁড়িয়ে থাকলে কখনোই সেটা সুষ্ঠুভাবে হতে পারে না। আমি মনে করি আমাদের যে ডাকসু নির্বাচন হল সেটা দুর্ভাগ্যজনক।
দেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আমরা উপজেলা নির্বাচন করতে গিয়ে প্রতিনিয়ত বাধার মুখে পড়লেও নির্বাচনে থেকেই লড়াইটা করছি। নির্বাচন বাদ দিয়ে লড়াই হয় না। নির্বাচনে লড়াই করে কিছু জায়গায় আমরা জয় পেয়েছি; কিছু জায়গায় আমাদের জয় কেড়ে নেয়া হয়েছে। নির্বাচনে থেকেই প্রতিবাদ করতে হবে। নির্বাচন নিয়ে মানুষের যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে সেটা নানা কারণে।
তিনি বলেন, একটি উন্নয়নশীল দেশে সাধারণ মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, রাজনীতি নিয়ে তারা আগ্রহ কম দেখায়। ভোটের ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে না পারলে সব দলের বিপদ। বিশেষ করে ক্ষমতাসীনদের জন্য হবে ভয়াবহ বিপদ।
রাশেদ খান মেনন প্রায় পৌনে এক ঘণ্টা শফিউদ্দিন আহমেদের বাসায় অবস্থান নিয়ে তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, শ্রমিক নেতা এইচ রবিউল চৌধুরী, নাসির হোসেন, গোলাম মোস্তফা সাচ, স্থানীয় যুবলীগ নেতা মো. শাহজাহান প্রমুখ।
নিউজয়ান২৪/আ.রাফি