বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মহাসম্মেলন ২০১৯
সাইফ ইব্রাহিম রুপন
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:১১ এএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

ছবি সংগৃহীত
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে শুক্রবার ও শনিবার (১৫, ১৬ মার্চ) ‘দাওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন’ সংগঠনের নিজস্ব জায়গা- বাইপাল, আশুলিয়া, ঢাকায় প্রতিষ্ঠিত কেন্দ্রিয় ইয়াতিমখানা ও আল্লামা মোহম্মদ আব্দু্ল্লাহিল কাফী আল কুরাইশী (রহ.) মডেল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মাননীয় সভাপতি অধ্যাপক শাইখ মুহাম্মদ মোবারক আলী।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য পেশ করবেন- আল্লামা আসগর আলী আল-মাদানী (প্রেসিডেন্ট- অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীস, ভারত), প্রফেসর ড. সারিহ বিন আব্দুল্লাহ আয্যুবাইদী বাইদী (আর হাদীস এন্ড ইসলামিক স্টাডিস বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদীনা, সৌদী আরব), শাইখ ড. উসামা বিন যাইদ আল উতাইবী (দা’ঈ, মদীনা মুনউয়ারা, সৌদী আরব)।
অনুষ্ঠানটির লিফলেট
এছাড়াও দেশ-বিদেশের খ্যাতমান ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বরেণ্য উলামায়ে কিরাম ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত অনষ্ঠানসূচি...
সহযোগীতায়: হুমায়ূন কবীর সুমন (অফিস সম্পাদক- বংশাল বড় মসজিদ শাখা, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস)।
সূত্র: আনোয়ার ইসলাম জাহাঙ্গীর (তথ্য ও প্রযুক্তি সম্পাদক, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস)।
নিউজওয়ান২৪/আ.রাফি