NewsOne24

আজ রাতেই বন্ধ হচ্ছে ডাচ-বাংলা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৬:০২ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রযুক্তিগত উন্নয়নের জন্য ডাচ-বাংলা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম আগামী ৫ দিন বন্ধ থাকবে। ব্যাংকের জনসংযোগ কর্মকতা সগির আহমেদ পরিবর্তন ডটকমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে সিস্টেম আপগ্রেডের জন্য আগামী ১৪ মার্চ (বৃহস্পতিবার) রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত শাখা, এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ডাচ-বাংলা ব্যাংকের সিস্টেম আপগ্রেডের জন্য আগামী ১৪ মার্চ (বৃহস্পতিবার) রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত শাখা, এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ডাচ-বাংলা ব্যাংকের ৪ হাজার ৬৬৮টি এটিএম বুথ রয়েছে, যার বেশিরভাগেই ফার্স্টট্রাক কার্যক্রম পরিচালিত হয়।

নিউজওয়ান২৪/ইরু