রোবটেরও কর দেওয়া উচিত: বিল গেটস
বিজ্ঞান ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০১:০৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
বিশ্বের বিভিন্ন কারখানা ও দাপ্তরিক কাজে মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে রোবট। মানুষকে যদি কর দিতে হয়, তাহলে রোবটকে কেন নয়? রোবটকেও করের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
সাম্প্রতিক এক সাক্ষাতকারে বিল গেটস বলেন, ‘কোন প্রতিষ্ঠানে একজন কর্মী যদি কাজের বিনিময়ে ৫০ হাজার ডলার আয় করেন তাহলেই তকে কর দিতে হয়। তবে একই ধরনের কাজে নিয়োজিত রোবটকে কর দিতে হচ্ছে না।’
তিনি বলেন, ‘সময়ের সাথে সাথে বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি উৎকর্ষতায় বিশ্বের বিভিন্ন দেশের অনেক প্রতিষ্ঠান নানা কাজে মানুষের পরিবর্তে রোবটকে ব্যবহার করছে। রোবট মানুষের অনেক কাজকে সহজ করে দিয়েছে এটা সত্য হলেও আমাদের আয়কর দরকার। কেননা এথেকেই মানুষ কর্মীদের বেতনের ব্যবস্থা হয়ে থাকে।’
এই কারণ উল্লেখ করেই রোবটের উপর কর আরোপ করার আহ্বান জানান বিল গেটস।
নিউজওয়ান২৪.কম