NewsOne24

কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শবনম জাহানকে বরখাস্ত করা হয়েছে। হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে অধ্যাপক মাহবুবা নাসরিনকে।

সোমবার (১১ মার্চ)  সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর আগে তারা নির্বাচনী কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার দেখতে চান। কিন্তু কর্তৃপক্ষ তা দেখালে অস্বীকৃতি জানায়। পরে শিক্ষার্থীদের চাপের মুখে ব্যালট বাক্স খুলতে বাধ্য হন কর্মকর্তারা। সে সময় ব্যালট বাক্সে ভোট দেওয়া ব্যালট পান তারা।

এছাড়া ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেরাই অনুসন্ধান করে বস্তাভর্তি ব্যালট পেপার খুঁজে বের করে। তারপর সেইসব ব্যালট পেপার নিয়ে তারা হলের সামনে এসে বিক্ষোভ করে।

পরে গণমাধ্যমকর্মীদের সামনে তারা ব্যালট পেপারগুলো তুলে ধরেন, যেগুলোতে আগে থেকেই সিল দেয়া ছিল।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ৪৩ হাজার ২৫৬ জন। এর মধ্যে ছাত্র ২৭ হাজার ৭৭২ এবং ছাত্রী ১৬ হাজার ১৪৫। 

নিউজওয়ান২৪/ইরু