NewsOne24

ভোটকেন্দ্রে কেউ যেতে পারছে না : অনিক

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ছাত্রলীগ ভোটারদের লাইন দখলে রাখায় কেউ ভোটকেন্দ্রে যেতে পারছে না বলে অভিযোগ করেছেন ছাত্র্র্রদলের জিএস প্রার্থী খন্দকার আনিসুর রহমান অনিক।

সোমবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, সকাল থেকে লাইনে দাড়িয়ে এখনও সেখানেই আছে। লাইন এগোচ্ছে না। সকালে ছাত্রলীগ যাদের দাঁড় করিয়েছিলো তারা এখনও দাঁড়িয়ে আছে।

অনিক বলেন, আমাদের অনেক শিক্ষার্থীই কার্ড পায়নি বলে ভোট দিতে পারছে না বিভিন্ন হলে।

নিউজওয়ান২৪/ইরু