ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা!
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
ছবি সংগৃহীত
শহীদুল্লাহ্ হলে ছাত্রদলের প্রার্থীদের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি ছাত্রলীগের পক্ষে নিয়ে যেতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
ছাত্রদল প্রার্থী বলেন, শহীদুল্লাহ্ হলে কেন্দ্র পরিদর্শন থেকে বের হবার সময় ছাত্রদলের প্রার্থীদের উপর হামলা করা হয়েছে৷ হলগুলোতে ভুয়া ভোটার লাইন বানানো হয়েছে।
নারীদের হলগুলোতে রাতেই ভোট হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
নিউজওয়ান২৪/ইরু