NewsOne24

ঢাকা বারে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামীপন্থী আইনজীবীদের সাদা প্যানেল।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (৭ মার্চ ) অনুষ্ঠিত ওই নির্বাচনের ফল শুক্রবার দিবাগত (৯ মার্চ) মধ্যরাতে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৭ পদের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছে সাদা প্যানেল। সভাপতি হয়েছেন গাজী শাহ আলম। আর সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান খান (রচি)।

এছাড়া বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে ‘নীল প্যানেল’ সিনিয়র সহ-সভাপতিসহ পেয়েছে ৯ পদ।

সাদা প্যানেলে জয়ীরা হলেন- সভাপতি গাজী মো. শাহ আলম, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খান (রচি), ট্রেজারার আব্দুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক (আসিফ), দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম (কাদির), ক্রীড়া সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক হুমায়ুন কবির টগর। সদস্য পদে- আয়শা বিনতে আলী, হায়াত আল মাহমুদ (ঝিকূ), কাউসার হাসান, মো. ইব্রাহিম হোসেন, মো. জুয়েল সিকদার, মো. মাসুম মিয়া, সোহরাব হোসেন, তানভীর আহম্মেদ (সজীব), তুসার ঘোস।

নীল প্যানেল সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান, গ্রন্থাগার সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোর্শেদা খাতুন শিল্পী, সদস্য পদে- কাজী রওশনা দিল আফরোজ, মো. ইব্রাহিম (খলিল), মো. মেহেদী হাসান জুয়েল, মিসেস. ফারহানা আক্তার লুবনা, শাহীন সুলতানা (খুকি) ও ইকবাল মাহমুদ সরকার।

নির্বাচনে এবার ১৭ হাজার ৮৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল। তবে দুদিনব্যাপী ভোটগ্রহণে ৯ হাজার ৩৬৪ জন ভোট দিয়েছেন। বাকি ৮ হাজার ৫৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি।

এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বারের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল।

নীল প্যানেলে সভাপতি পদে মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান এবং সাদা প্যানেলে সভাপতি পদে গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান রচি প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজওয়ান২৪/ইরু