শ্রীলংকা সফরের টেস্ট দল ঘোষণা: ফিরলেন মোস্তাফিজ, বাদ ইমরুল
খেলা ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০১:৩০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:৫৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

শ্রীলংকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করা হয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে দলে ফিরেছেন কাটার মাস্টার খ্যাত পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়াও দলে ডাক পেয়েছেন রুবেল হোসেন।
মঙ্গলবার সকালে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ দল ঘোষণা করেন।
ঘোষিত স্কোয়াডে মোস্তাফিজের ফেরাটা অনেকটা অনুমিতই ছিল। দীর্ঘ অপেক্ষার পর অনুমতি সাপেক্ষে ফের সাদা পোশাকে লাল বল হাতে দেখা যাবে কাটারমাস্টারকে। পুরো ফিট হয়ে বাঁহাতি পেসার ফিরেছেন শ্রীলংকা সফরের দলে।
আর বাংলাদেশ ক্রিকেট লিগের চমৎকার পারফরম্যান্সে দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন।
অন্যদিকে ম্যাচ না খেলেই বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম। আর ফিটনেসের কারণে ইমরুল কায়েসকে আপাতত স্কোয়াডের বাইরের রাখা হয়েছে।
১৬ সদস্যের স্কোয়াড: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বী, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায়।
এই শ্রীলংকা সফরেই ১৫ মার্চ দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে টাইগারদের শততম টেস্ট ম্যাচ।
নিউজওয়ান২৪.কম