NewsOne24

রক্তপাত বন্ধের ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:১১ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

অসাবধানতাবসত অনেক সময় কাটাকাটি করার সময় হাত কেটে যেতে পারে। ছোটোখাটো দুর্ঘটনার কারণেও ঘটতে পারে রক্তপাত। ঘরোয়া কিছু উপাদানের সাহায্যে সাময়িকভাবে রক্ত পড়া বন্ধ করা সম্ভব। চলুন জেনে নিই সেগুলো কী- 

কফি গুঁড়া- 

তাৎক্ষনিক রক্তপাত বন্ধ করতে কফি পাউডার বেশ কার্যকর। যেখান থেকে রক্ত পড়ছে সেখানে খানিকটা কফি গুঁড়ো ছিটিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই রক্তপাত বন্ধ হবে। 

বরফের টুকরো- 

ঘরে থাকা একটি সহজলভ্য উপাদান হলো বরফ। এটি রক্ত পড়া বন্ধে সাহায্য করে। কেটে যাওয়া স্থানে এক টুকরো বরফ চেপে ধরে রাখুন, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। 

লবণ পানি- 

প্রতিষেধক হিসেবে লবণের ব্যবহার বেশ পুরোনো। পানিতে এক চিমটি লবণ মিশিয়ে নিন। কেঁটে যাওয়া অংশ পানিতে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ জ্বালাপোড়া করলেও রক্তপাত বন্ধ হবে খুব দ্রুত। 

হলুদ গুঁড়ো- 

এই উপাদানটির সাহায্যে খুব সহজের রক্ত বন্ধ করা যায়। হলুদকে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক বলা হয়। কেটে যাওয়া স্থানে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো লাগিয়ে নিন। 

এখন থেকে তবে হুট করে হাত কেটে গেলে এই উপাদানগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন। 

নিউজওয়ান২৪/ইরু