সালমানের সর্বশেষ ১০ ছবির আয়
শোবিজ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০১:০২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
বলিউড পাড়ায় কান পাতলে শোনা যায়, ‘ভাইজান ছুঁলে সোনা ফলে’! অর্থাৎ সালমান যা নিয়ে সিনেমা করুন, তা সুপার হিট হবেই। এক সময় ‘তেরে নাম’ এর মতো হিট মুভির পরও ডুবতে বসেছিল সালমানের কেরিয়ার। কিন্তু, ‘ওয়ান্টেড’ দিয়ে বক্স অফিসে রাজ করা শুরু করেন তিনি। আর আজ তিনি বক্স অফিসের ‘সুলতান’।
১০০ কোটি রুপির ক্লাব তো স্বাভাবিক বিষয়। সালমান খানের ছবিকে যাচাই করা হয় ১০০-র পরবর্তী কোটির রুপি ক্লাব দিয়ে। একনজরে দেখে নেওয়া যাক সালমানের শেষ ১০ ছবির ব্যবসা। সবই কোটিতে, তবুও সংখ্যা গেল চমকে দেওয়ার মতোই।
১) সুলতান: সালমান খানের শেষ রিলিজ ‘সুলতান।’ মোট ৩০০ কোটি রুপির ব্যবসা করা ছবিতে সালমানের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। অনুশকা-সালমান জুটিকেও গ্রহণ করে দর্শক।
২) প্রেম রতন ধন পায়ো: সুরজ বারজাতিয়া ও সালমান খান জুটি ফের একসঙ্গে। সঙ্গে সোনম কাপুর। রাজকীয় এই প্রেমকাহিনী মোট ৪০০ কোটি রুপির ব্যবসা করেছিল।
৩) ওয়ান্টেড: ভাইজানের কামব্যাক মুভি। সালমান ভক্তদের কাছে এই নামেই পরিচিত ‘ওয়ানটেড’। টানা ফ্লপের পর এই ছবি দিয়েই ঘুরে দাড়ান সালমান। ভারতীয় বাজারে ছবিটি ১০৭ কোটি রুপির ব্যবসা করেছিল।
৪) বজরঙ্গী ভাইজান: ভারতে এসে হারিয়ে যাওয়া এক মূক শিশুকে পাকিস্তানে ফেরত নিয়ে যাওয়া – একমাত্র সালমান খানই পারেন এই অসম্ভবকে সম্ভব করতে। তা করেও দেখান ‘বজরঙ্গী’ ওরফে সালমান। ভারত ও পাকিস্তান সহ বিশ্বের বাজারে বহুল প্রশংসিত ছবিটি মোট ৬০০ কোটি রুপির ব্যবসা করে।
৫) বডিগার্ড: সালমান খানের রোমান্টিক মুভিগুলির মধ্যে প্রথম তিনে নিঃসন্দেহে জায়গা করে নেবে ‘বডিগার্ড’। এক মালায়ালম ছবির অনুকরণে তৈরি করা সালমান-কারিনা অভিনীত ‘বডিগার্ড বাজারে ১৪৮.৮৬ কোটি রুপি আয় করেছিল।
৬) রেডি: এক দক্ষিণী সিনেমার রিমেক রেডিতে সালমানের বিপরীতে ছিলেন আসিন। ২০১১ সালের দ্বিতীয় সবচেয়ে বড় হিট ‘রেডি’ মোট ১১৯.৭৮ কোটি রুপি ব্যবসা করেছিল।
৭) দাবাং ও দাবাং ২: অকুতোভয় এক পুলিশ অফিসার। সোজা কথা ‘দাবাং’। ছবির নামই বলে দিয়েছিল, এতে সালমানের চরিত্র কীরকম? বলিউড ইতিহাসের অন্যতম সেরা ওপেনার হিসেবে পরিচিত ‘দাবাং’ ১৩৮.৮৮ কোটি রুপির ব্যবসা করেছিল। ‘দাবাং’ ছবির সিক্যুয়েল ছিল ‘দাবাং ২’। সালমান-সোনাক্ষী অভিনীত ছবিটি ১৫৫ কোটি রুপির ব্যবসা করেছিল।
৮) এক থা টাইগার: যশরাজ ক্যাম্পে সালমান খানের ‘ঘর ওয়াপসি মুভি’ বলা হয় ‘এক থা টাইগার’-কে। বলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসা করা সিনেমাগুলির মধ্যে অন্যতম সালমান-ক্যাটরিনা অভিনীত এই ছবি। মোট ১৯৮ কোটি রুপির ব্যবসা করা এই ছবির দ্বিতীয় পার্টও আসছে শীঘ্রই।
৯) জয় হো: ভাই সোহেল খানের পরিচালনায় সালমানের অ্যাকশন মুভি। সঙ্গে ডেইজি শাহ ও টাবু। মোট ১১৬ কোটি রুপির ব্যবসা করেছিল ‘জয় হো’।
১০) কিক: সাজিদ নাদিওয়ালার কিক। অ্যাকশন হিরো সালমান। সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজ ও রণদীপ হুদা, মিঠুন চক্রবর্তী। ২০১৪ সালের দ্বিতীয় সবচেয়ে বেশি ব্যবসা করা ‘কিক’ ২৩৩ কোটি রুপির ব্যবসা করে।
নিউজওয়ান২৪.কম