NewsOne24

জম্মুতে বাসে বিস্ফোরণ, আহত ৮

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:১৮ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মুর জেনারেল বাসস্ট্যান্ডে একটি বাসের ভিতর বিস্ফোরণ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় কমপক্ষে আটজন আহত হয়েছেন। 

তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর পুরো এলাকা ঘেরাও করে রেখেছে নিরাপত্তা রক্ষাকারীরা। 

সেখানে পৌঁছেছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যরা। এ খবর দিয়ে অনলাইন জি নিউজ বলেছে, বিস্ফোরণের প্রকৃতি ও কারণ জানা যায় নি। 
স্থানীয়রা বলেছেন, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ঘটনার সময় ওই বাস টার্মিনালে বেশ কিছু মানুষ ছিল।

নিউজওয়ান২৪/ইরু