NewsOne24

দোষী সাব্যস্ত নিউজিল্যান্ডে বাংলাদেশী দম্পতি

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিউজিল্যান্ডে অভিবাসী শোষণ ও অভিবাসন সংক্রান্ত অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশী এক দম্পতি। তারা এর আগে অকল্যান্ডে মিষ্টি তৈরির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযুক্ত ওই দম্পতি হলেন মোহাম্মদ আতিকুল ইসলাম ও নাফিসা আহমেদ। 

নিউজিল্যান্ডের অনলাইন স্কুপ জানিয়েছে, অকল্যাল্ড ডিস্ট্রিক্ট কোর্টে ১০ দফা শোষণ ও সাত দফা অভিবাসন সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন মোহাম্মদ আতিকুল ইসলাম। বিচারের গতিকে ভিন্নখাতে নেয়ার জন্য তার বিরুদ্ধে আরো তিন দফা অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে তার স্ত্রী নাফিসা আহমেদকে শোষণের সাত দফা অভিযোগে যৌথভাবে অভিযুক্ত করা হয়েছে। তারা ৫ জন ব্যক্তির ওপর ওই শোষণ করেছেন বলে অভিযোগ আছে। এমন শোষণ, মিথ্যা ও ভুল তথ্য দেয়া সহ অপরাধগুলোর জন্য সাত বছরের জেল ও এক লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। বিচারকে ভিন্ন খাতে নেয়ার সর্বনিম্ন শাস্তি হতে পারে ৭ বছরের জেল।

নিউজওয়ান২৪/ইরু