ভারতের ৫০০তম জয়
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:১৯ এএম, ৬ মার্চ ২০১৯ বুধবার
ফাইল ছবি
টি-২০ সিরিজ হারের পর পাঁচ ম্যাচের একদিনের সিরিজে স্বমহিমায় ফিরেছে ভারত। হায়দ্রাবাদে প্রথম একদিনের ম্যাচ ছয় উইকেটে জিতে ওডিআই সিরিজ শুরু কোহলিদের। নাগপুরে দ্বিতীয় ওডিআই তাই আত্মবিশ্বাসের সঙ্গেই নেমেছে ভারত। এ নিয়ে ওয়ানডে ক্রিকেটে ৫০০তম জয়ের মাইলফলকে পৌঁছে গেল ভারত।
৯৬৩ ম্যাচ খেলে ৫০০তম জয়ের দেখা পেল ভারতীয়রা। অস্ট্রেলিয়া ৯২৪ ম্যাচ খেলে জিতেছে ৫৫৮টি। পাকিস্তান খেলেছে ৯০৭ ম্যাচ। জিতেছে ৪৭৯টি।
শেষ ওভারে জিততে হলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান। হাতে ছিল দুই উইকেট। শেষ ওভারে বল করতে এসেছেন বিজয় শঙ্কর। ভারতকে ব্যাট হাতে বেগ দেওয়া স্তইনিসকে শেষ ওভারের দ্বিতীয় বলে ফেরত পাঠান শঙ্কর। তৃতীয় বলে ক্লিন বোল্ড অ্যাডাম জাম্পা। ৪৯.৩ ওভারে ২৪২ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। আট রানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল ভারত।
মঙ্গলবার (৫ মার্চ) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এই ভারত সফরে টস ভাগ্য চূড়ান্ত ভালো যাচ্ছে অ্যারন ফিঞ্চের। লক্ষ্য সিরিজে ২-০তে এগিয়ে যাওয়া। প্রথম ম্যাচে ভারতীয় শিবিরকে ভরসা দিয়েছে তাদের মিডল অর্ডার। যা অ্যাওয়ে সিরিজে চিন্তায় রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
এই অবস্থায় বিরাট কোহলি বলেছিলেন, ৯ রানে চার উইকেট চলে যাওয়াটা ভারতের জন্য ভালোই ছিল। কারণ চাপের সময় মিডল অর্ডারের জ্বলে ওঠাটা খুবই দরকার। যেটা প্রথম একদিনের ম্যাচে করে দেখিয়েছে সেটা। যাদবকে সঙ্গে নিয়ে ১৪১ রানের পার্টনারশিপ করে দলকে জিতিয়ে ফিরেছিলেন এমএস ধোনি। তিনি সব সময়ই ম্যাচ উইনার। উল্টোদিকের ব্যাটসম্যানকেও তিনি পরিচালনা করেন।
তবে দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠতে হবে ভারতের টপ অর্ডারকে। প্রথম ম্যাচে ধরাশায়ী হয়েছিলেন শিখর ধাওয়ান, রোহিত শর্মা, অম্বাতি রায়ডুরা। বিরাট কোহলি ৪৪ রান করে আউট হন। কিন্তু ভিত শক্ত করতে হলে ওপেনারদের সামনে থেকে লড়াই করতে হবে।
২০ ওভার শেষে একটু হলেও চাপে ভারতীয় শিবির। প্রথমে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে ভারত। আবারও ব্যর্থ ভারতের দুই ওপেনার। প্রথম একদিনের ম্যাচে ব্যর্থ হওয়ার পর এদিনও চূড়ান্ত ব্যর্থ রোহিত শর্মা। কোনও রান না করেই ফিরে গেলেন প্যাভেলিয়নে। অন্যদিকে সাময়িক ভরসা দেওয়া শুরু করেও পারলেন না শিখর ধাওয়ান। ২৯ বলে ২১ রান করে তিনিও রোহিতেরই পথ ধরলেন। ভারতীয় ওপেনিংয়ের ব্যর্থতা চলছেই। সে বিদেশ সফর হোক বা ঘরের মাঠ।
একইভাবেএ ফ্লপ অম্বাতি রায়ডু। ভারতের তিন নম্বর জায়গাটাও এখনও নিশ্চিত নয়। যে কারণে বার বার সুযোগ দেওয়া হচ্ছে রায়ডুকে। কিন্তু ওপেনারদের ব্যর্থতার মঞ্চে সাফল্যের কাহিনি লিখতে পারেননি এই ব্যাটসম্যান। ৩২ বলে ১৮ রান করে আউট হন তিনি। কামিন্স, ম্যাক্সওয়েল, লিও একটি করে উইকেট নেন। ১০ ওভারের শেষে ৪৩-২ থেকে ২০ ওভারের শেষে ভারত ৯৭-৩।
ব্যাট হাতে লড়েছেন বিরাট কোহলি। তার সঙ্গে সাময়িক ভরসা দিলেন বিজয় শঙ্কর। ৪১ বলে ৪৮ রান করে রান আউট হন তিনি। ৩০ ওভারের শেষে ভারত ১৬১-৪। প্রথম ম্যাচ জয় দুই কারিগড়ও এদিন ব্যর্থ। ১২ বলে ১১ রান করে আউট হলেন কেদার যাদব। এমএস ধোনি রানের খাতাই খুলতে পারলেন না। দু'জনকেই ফেরালেন জাম্পা।
প্রথম ম্যাচে ৪৪ রান করে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেই সেটা সুদে-আসলে আদায় করে নিলেন । যখন এক দিক থেকে প্যাভেলিয়নে ফেরার প্রতিযোগিতা তথখন অন্য পতে হেঁটে মাটি আঁকড়ে পড়ে থাকলেন ভারত অধিনায়ক। এই কঠিন পরিস্থিতির মধ্যেও মাথা ঠান্ডা রেখে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে গেলনই সঙ্গে করে ফেললেন একটার দারুণ সেঞ্চুরি। নাথান কুল্টার-নাইলকে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ৪০তম সেঞ্চুরিটি সারেন কোহলি। ১২০ বল খেলে ১১৬ রান করে আউট হন। ফলে ৪৮.২ ওভারে শেষ হয় ভারতের ইনিংস। অস্ট্রেলিয়ার সামনে ২৫১ রানের টার্গেট দাড় করায় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়া। দুই ওপেনারের ব্যাটে ১০ ওভারের শেষে অস্ট্রেলিয়া সংগ্রহ ৬০ রান। ১৫ ও ১৬তম ওভারে পর পর ফিরলেন ওপেন করতে নামা অ্যারন ফিঞ্চ ও উসমান খাজা। দু'জনকে ৩৭ ও ৩৮ রানে ফেরান কুলদীপ ও কেদার যাদব। ২০ ওভারের শেষে অস্ট্রেলিয়া ১০৬-২।
শন মার্শ মাত্র ১৬ রান করে বিদায় নেন রবীন্দ্র জাদেজার বলে। পিটার হ্যান্ডসকম্ব প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্য তার, ৪৮ রান করে রানআউট হয়ে যান। ম্যাক্সওয়েল করেন মাত্র ৪ রান।
মার্কাস স্টোইনিজ আর অ্যালেক্স ক্যারে এ সময় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ৩৯ রানের জুটি। শেষ পর্যন্ত ২২ রান করে ক্যারে কুলদীপ যাদবের বলে ফিরে গেলেই ভেঙে পড়ে অসিদের প্রতিরোধ।
নাথান কাউল্টার নেইল, প্যাট কামিন্স কিংবা অ্যাডাম জাম্পারা একে একে ছিলেন আসা যাওয়ার মিছিলে। মার্কাস স্টোইনিজ ৫২ রান করলেও পারেননি দলকে জয় এনে দিতে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অলআউট ২৪২ রানে।
ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব ৩টি, বিজয় শঙ্কর ও জসপ্রিত বুমরাহ ২টি করে এবং রবীন্দ্র জাদেজা ও কেদার যাদব নেন ১টি করে উইকেট।
নিউজওয়ান২৪/ইরু