অবসরের ঘোষণা তাহিরের
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:২৭ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
আন্তর্জাতিক ওয়ানডে থেকে আগাম অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির । ইংল্যান্ড অ্যান্ড ওয়ালসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের পর পঞ্চশ ওভারের ক্রিকেটকে বিদায় জানাবেন পকিস্তানী বংশদ্ভুত প্রোটিয়া ক্রিকেটার ইমরান তাহির।
ওয়ানডে ক্রিকেট ছাড়লেও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যেতে চান ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চান ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইমরান তাহির বলেন, ‘আমি সবসময় বিশ্বকাপ খেলতে চাই। দক্ষিণ আফ্রিকার মতো দলে খেলতে পারা আমার জন্য বড় অর্জন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে সঙ্গে আলোচনা করে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি।
আগামী বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিব।’ দক্ষিণ আফ্রিকা দল থেকে অবসরের পর বোর্ডে অনুমতি নিয়ে এই প্রোটিয়া লেগ স্পিনার বিশ্বে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লীগ খেলবেন।
তবে দক্ষিণ আফ্রিকার জর্সিতে টি-টোয়েন্টি খেলতে বেশি পছন্দ করবেন ইমরান। তিনি বলেন, ‘অবসরের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড বিশ্বের বিভিন্ন লীগ খেলার অনুমতি দিয়েছে। কিন্তু জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলতে বেশি পছন্দ করব। আমার মনে হয় দলের জন্য কিছু করার মতো সামর্থ্য আছে। আমি কৃতজ্ঞ আমাকে সুযোগ দেয়ার জন্য।’ ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক ইমরান তাহিরের।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত উইকেট শিকার করেন তিনি। প্রোটিয়াদের হয়ে দ্রুততম ১০০ ওয়ানডে উইকেট শিকারিও ইমরান তাহির। এখন পর্যন্ত ৯৫ ওয়ানডে ম্যাচ খেলে ১৫৬টি উইকেট শিকার করেছেন তিনি।
নিউজওয়ান24/ইরু