NewsOne24

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার মার্কিন নাগরিকসহ পাঁচ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চার জনই মার্কিন নাগরিক, শুধুমাত্র পাইলট ছিলেন কেনিয়ার নাগরিক।

সোমবার (৪ মার্চ) কেনিয়ার দূরবর্তী ন্যাশনাল পার্ক, লেক তারকানায় এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

কেনিয়ার পুলিশ সূত্রে জানা গেছে, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পাইলটসহ হেলিকপ্টারটের সকল আরোহী নিহত হয়েছে। তবে নিহতদের পরিবারের অনুমতি ছাড়া পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কেনিয়া পুলিশ।

এর আগে, অন্য একটি হেলিকপ্টার দুর্ঘটনায় গত মাসেই কেনিয়ায় তিন মার্কিনীসহ পাঁচ জনের মৃত্যু হয়। এ নিয়ে কেনিয়ায় গত দুই মাসে মোট ৭ জন মার্কিন নাগরিক নিহত হয়েছে।

নিউজওয়ান২৪/ইরু