আইপিএলে দল পাননি সাব্বির-মিরাজ-মাহমুদউল্লাহও
খেলা ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:৪৫ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

সাব্বির, মাহমুদউল্লাহ ও মিরাজ
আগেই অবিক্রিত থেকেছেন এনামুল হক বিজয়। আইপিএলের নিলামে তাকে কেনার আগ্রহ দেখায়নি কোন দল।
এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।
তিনজনের নাম দ্বিতীয় রাউন্ডে উচ্চারিত হলেও আইপিএলের কোন দল কেনার আগ্রহ দেখায়নি। প্রথমে নাম উঠে মেহেদী হাসান মিরাজের। তারপর রিয়াদ ও সাব্বিরের। তিনজনেরই ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।
বাংলাদেশ থেকে মোট ছয়জন ক্রিকেটার রয়েছেন আইপিএলের দশম আসরের নিলামে। তারা হলেন এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
প্রথম দিনে অবিক্রিত চারজন। তামিম ও তাসকিনের নাম ডাকেই ওঠেনি। দ্বিতীয় রাউন্ডে দল পাননি অনেক বড় তারকাই। কিউই তারকা গ্র্যান্ডহোম, স্যান্টনার, ড্যারেন ব্রাভো, ইমরান তাহিরকেও ডাকেনি কোনও ফ্র্যাঞ্চাইজি।
তবে ভিত্তিমূল্য ৩০ লাখেই ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামিকে দলে ভিড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। শ্রীলঙ্কান তারকা আসেলা গুনারত্নেকে ৩০ লাখ রুপিতে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
নিউজওয়ান২৪.কম