NewsOne24

তাপ ছাড়াই পার্লারের মতো চুল কার্ল করুন

লাইফস্টাইল ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ৩ মার্চ ২০১৯ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের দেহে একমাত্র চুলই আছে যেটা আমরা আমাদের ইচ্ছা মতো ছোট বড় করতে পারি। আমাদের ইচ্ছা মতো স্টাইল করতে পারি। আর চুলের ক্ষেত্রে লম্বা, স্ট্রেইট চুল সবার পছন্দ। বর্তমান সময়ে চুলের এই স্টাইলটি বেশ প্রচলিত।

প্রাকৃতিকভাবে যাদের চুল স্ট্রেইট, তারা চুলের কিছু অংশ কোঁকড়া করতে পছন্দ করেন। বিশেষ কোনো অনুষ্ঠানে ভিন্ন লুক আনতে চুলগুলো নিচের অংশ কোঁকড়া করে ছড়িয়ে দেওয়া হয়। এই কোঁকড়া করার জন্য ছুটতে হয় পার্লারে, করতে হয় টাকা খরচ।

আর নয় পার্লারে ছোটা, এইবার ঘরে করতে পারেন পার্লারের মতো কোঁকড়া চুল। এমনকি এর জন্য প্রয়োজন নেই কোনো স্টাইলারের। সম্পূর্ণ তাপ ছাড়া নিজেই করে নিতে পারেন চুল কোঁকড়া। কীভাবে? দেখে নিন।

যা যা লাগবে:

হেয়ার স্প্রে

ক্লিপ বা ববি পিন

পানি

যেভাবে করবেন:

প্রথমে চুল দুই ভাগে ভাগ করে নিন। এরপর এক ভাগের চুলগুলোকে আলাদা আলাদা করে কয়েকটি ভাগ করুন।

হাতে কিছুটা পানি স্প্রে করে নিন।

এবার এই পানি দিয়ে ছোট ছোট ভাগ করা চুলে ম্যাসাজ করুন।

তারপর দুই আঙ্গুল দিয়ে চুল রোল করে পেঁচিয়ে নিন। এবং সেটি ক্লিপ দিয়ে লাগিয়ে রাখুন।

এইভাবে একপাশের সম্পূর্ণ চুলগুলো পেঁচিয়ে রোল করে নিন। একই পদ্ধতিতে অপরপাশের চুলগুলো পেঁচিয়ে রোল করে নিন।

দুই পাশের চুল ভালো করে হেয়ার স্প্রে প্রয়োগ করুন।

৩০ থেকে ৬০ মিনিট চুলগুলোকে এভাবে রাখুন।

তারপর আস্তে আস্তে চুল থেকে ক্লিপ খুলে নিন।

আর দেখুন ম্যাজিক। চুল পার্লারের মতো রোল হয়ে গেছে।

যেকোনো পোশাকের সাথে বেশ মানিয়ে যাবে এই হেয়ার স্টাইলটি।

নিউজওয়ান২৪/ইরু