NewsOne24

টাইগারদের নিউজিল্যান্ড সফর

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:১২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আর মাত্র কয়েক ঘন্টা পর।

বুধবার ১৩ ফেব্রুয়ারি, নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়।

বিপিএলের ব্যস্ততা শেষ করে এই সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক আঙিনায় ফিরছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের আগে উপমহাদেশের আরেক দল ভারত নিউজিল্যান্ড সফর করে গেছে।

ভারতের বিপক্ষে খুব একটা ভালো করতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডই সিরিজে ফেভারিট থাকবে । নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ক্রিকেটীয় রেকর্ড ভালো নয়। এখন পর্যন্ত ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে টাইগাররা জয় পায়নি একটি ম্যাচেও। তাছাড়া দলের সেরা শক্তি সাকিব আল হাসান চোটের কারণে এই সিরিজে নেই। নিউজিল্যান্ডের পেস বান্ধব ভেন্যুতে বাংলাদেশের স্পিন নির্ভর দল কতটা ভালো করে সেটাই দেখার বিষয়।
 
শুরুর ম্যাচে পেস বোলিং দিয়েই একাদশ সাজাবে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে পেস আক্রমণভাগ সামলাতে পারেন মুস্তাফিজুর রহমান। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও পেতে পারেন সেই দায়িত্ব। আর স্পিনে বাংলাদেশ ভরসা রাখতে পারে মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের উপরই।

এক নজরে সম্ভাব্য একাদশ-

নিউজিল্যান্ড: 
মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টড এসেল, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ: 
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি: 
    ম্যাচ                      তারিখ
প্রথম ওয়ানডে      ১৩ ফেব্রুয়ারি
দ্বিতীয় ওয়ানডে     ১৬ ফেব্রুয়ারি
তৃতীয় ওয়ানডে     ২০ ফেব্রুয়ারি

প্রথম টেস্ট           ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ
দ্বিতীয় টেস্ট          ৮-১২ মার্চ
তৃতীয় টেস্ট          ১৬-২০ মার্চ

নিউজওয়ান২৪/আ.রাফি