মোবাইল বা ঘড়ি ব্যবহার করতে পারবেন না শ্রদ্ধা!
শোবিজ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০১:০০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
সর্বত্র নয়; তবে এক জায়গায় মোবাইল ও ঘড়ি ব্যবহার করতে পারবেন না শ্রদ্ধা কাপুর। তার উপর এমন নির্দেশই জারি করা হয়েছে। আর শ্রদ্ধাও বিনা প্রতিবাদে তা মেনে নিয়েছেন, টুঁ শব্দটি পর্যন্তও করেননি।
তা কোন জায়গায় মোবাইল ও ঘড়ি ব্যবহার করতে পারবেন না শ্রদ্ধা? জায়গাটি হল `হাসিনা` ছবির সেট। এখানে ঢোকার পরই শ্রদ্ধাকে নিজের মোবাইল ও ঘড়িকে ত্যাগ করতে হয়।
তবে শুধু শ্রদ্ধা নন; সেটে ঢোকার পর সমস্ত অভিনেতা-অভিনেত্রী, এমনকি জুনিয়র আর্টিস্টদের উপরেও এই নির্দেশ জারি করা হয়। গাড়িতে বা মেক-আপ ভ্যানে সবাইকে মোবাইল রেখে আসতে হয়।
কিন্তু কেন? এর আগে শুটিংয়ের সময় মোবাইল নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে ওই সেটে। শিল্পীরা যখন শট দিচ্ছিলেন পকেট থেকে মাঝেমধ্যেই উঁকি মারছিল মোবাইল। কখনো মোবাইলের জায়গাটি এমনভাবে ফুটে উঠছিল ক্যামেরায়, নির্ভুল শট নেওয়া যাচ্ছিল না। তাই এই ব্যবস্থা।
`হাসিনা` ছবিটি সত্তর-আশি-নব্বই দশকের পটভূমিকায় তৈরি হচ্ছে। সেই সময়ের হিসেবে সেট নির্মাণ করা হয়েছে। জুনিয়র আর্টিস্টদের জন্য নকল ঘড়ি আনা হয়েছে, সেগুলো দেখতে ওই দশকগুলোর ঘড়ির মতো।
দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারকে নিয়ে তৈরি হচ্ছে হাসিনা ছবিটি। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।
নিউজওয়ান২৪.কম