আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রির শেষ দিন আজ
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:২৯ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে) ফরম বিক্রির শেষ দিন বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি)।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে শেষ দিনের মতো ফরম সংগ্রহ করা যাবে।
শুক্রবার ও শনিবার গণভবনে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এ পদের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।
আওয়ামী লীগের দফতর সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোমবার এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ।
চেয়ারম্যান পদে প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ২০ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার টাকা।
মনোনয়নপ্রত্যাশীরা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন।
নিউজওয়ান২৪/আ.রাফি