NewsOne24

যে তারকাদের মা-বাবা মোটেই ‘স্টার’ ছিলেন না

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউডে অনেক তারকা আছেন যারা পারিবারিক ভাবেই সিনামা জগতে এসেছেন। এবং পরিবারের অনেক সাপোর্ট পেয়েছেন। 

আবার এমন অনেকেই আছেন যারা বলিউডে বা তারকা জগতে এসেছেন নিজের প্রচেষ্টায়। জীবনে অনেক স্ট্রাগল করে আজ তারা তারকা বা স্টার খেতাব পেয়েছেন। 

আসুন আজ আমরা এমন কিছু তারকার সঙ্গে পরিচিত হই, যারা বলিউডে উজ্জ্বল নক্ষত্র হলেও তাদের বাবা, মা তারকা ছিলেন না। 

১. ঐশ্বর্য রাই বচ্চন: 


বলিউডের ফার্স্ট ফ্যামিলির পুত্রবধূ হলেও, তার নিজের মা-বাবা এই জগৎ থেকে একেবারেই দূরে। বাবা কৃষ্ণরাজ রাই ভারতীয় সেনার বায়োলজিস্ট। মা বৃন্দা রাই গৃহবধূ।

২. শাহরুখ খান:  


বাবার নাম ছিল মির তাজ মহম্মদ খান। পেশওয়ার থেকে তিনি স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। ১৯৪৮ সালে পাকাপাকিভাবে চলে আসেন ভারতে। মা ছিলেন হায়দরাবাদের বাসিন্দা।

৩. অঙ্কিতা লোখান্ডে:  


ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে পা রেখেছেন বলিউডেও। বাবা শশীকান্ত লোখান্ডে ব্যাঙ্কে কর্মরত। মা, বন্দনা লোখান্ডে পেশায় শিক্ষিকা।

৪. দীপিকা পাডুকোন:  


বাবা প্রকাশ পাডুকোন বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন প্লেয়ারর স্বীকৃতি পেয়েছেন। মা, উজ্জ্বলা পাডুকোন সংসার ও মেয়েদের বড় করতেই ব্যস্ত ছিলেন। 

৫. কার্তিক আরিয়ান:  


নব্য প্রজন্মের এই হ্যান্ডসাম হিরোর মা-বাবা দু’দনেই চিকিৎসক। বাবা মনীশ তেওয়ারি শিশুরোগ বিশেষজ্ঞ। মা, মালা তেওয়ারি স্ত্রীরোগ বিশেষজ্ঞ।

৬. প্রীতি জিন্টা: 


ভারতীয় সেনায় কর্মরত ছিলেন বাবা দুর্গানন্দ জিন্টা। অভিনেত্রীর মাত্র ১৩ বছর বয়সে, এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা। মা, নীলপ্রভা একাই বড় করে তোলেন মেয়ে প্রীতিকে।

৭. দিশা পটানি:  


বাবার নাম জগদীশ সিংহ পটানি। উত্তর প্রদেশ পুলিশর ডিএসপি তিনি। মা গৃহবধূ।

৮. আয়ুষ্মান খুরানা:  


বাবা, পি খুরানা জ্যোতিষশাস্ত্রবিদ। এই বিষযে তার লেখা বেশ কিছু বইও রয়েছে। মা, অনিতা হলেন হোমমেকার।

৯. প্রিয়ঙ্কা চোপড়া:  


তার বাবা প্রয়াত হয়েছেন বেশ কয়েক বছর আগে। অশোক চোপড়া ও তার স্ত্রী মধু চোপড়া, দু’জনেই চিকিৎসক হিসেবে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন।

১০. তাপসী পন্নু:  


মধ্যবিত্ত পরিবার থেকে আসা এই ট্যালেনটেড অভিনেত্রীর বাবা, দিলমোহন সিংহ পন্নু একজন ব্যবসায়ী। মা, নির্মলজিৎ পন্নু গৃহবধূ। 

সূত্র: এবি  

নিউজওয়ান২৪/টিএসএস