NewsOne24

সংরক্ষিত আসনে আ’লীগের মনোনয়ন জমা দিয়েছেন হাজেরা বেগম আজরা

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে (ঢাকা-৬) আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ ধানমন্ডি থানার সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ ধানমন্ডি থানার যুগ্ন আহবায়ক ,অ্যাডভোকেট হাজেরা বেগম আজরা।

সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন জয়ী হয়ে সরকার গঠন করেছে। হিসাব অনুযায়ী, সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪৩টি পাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

ছবি: সংগৃহীত

গত ১৫ জানুয়ারি থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে দলটি। 

ছবি: সংগৃহীত

শুক্রবার (১৮ জানুয়ারি) মনোনয়ন ফরম জমা দিয়ে অ্যাডভোকেট হাজেরা বেগম আজরা বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করছি। ১৯৯৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনেক হামলা মামলার স্বীকার হয়েছি এবং গ্রেনেড হামলার সময় গুরুতর আহত হয়ে এখনো তার ব্যথা অনুভব করছি। আমার মা ছিলেন আওয়ামী লীগের সক্রিয় কর্মী, মহান মুক্তিযুদ্ধের সময় আমার চাচা আতা হোসেনকে পাকিস্তানী হানাদার বাহিনীরা মর্মান্তিকভাবে হত্যা করেছে।’

ছবি: সংগৃহীত

তিনি আরো বলেন, দলের দুঃসময়ে মাঠে থেকেছি। দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের হয়ে কাজ করছি। আমি আওয়ামী লীগের সংসদ সদস্য হতে পারলে ভালোভাবে জনগণের কাজ করার সুযোগ পাব। সংসদ সদস্য হতে পারলে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের সেবা করবেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট আজরা।

অ্যাডভোকেট হাজেরা বেগম আজরা- ঢাকা বার আইনজীবী সমিতির (২০১৬-২০১৭) নির্বাচিত সদস্য, বৃহত্তর ঢাকা যুব আইনজীবী কল্যাণ সমিতির যুগ্ন সাধারন সম্পাদক, সাউথ এশিয়ান ‘ল’ ইয়াস ফোরাম এর যুগ্ন সাধারন সম্পাদক, যুগ্ন সাংস্কৃতিক সম্পাদক মহিলা আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার এর পদগুলোতে দায়িত্ব পালন করছেন।

নিউজওয়ান২৪/ইরু/আ.রাফি