NewsOne24

বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড রংপুরের, হেলস-রুশোর জোড়া সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

অ্যালেক্স হেলস-রাইলে রুশো (ছবি সংগৃহীত)

অ্যালেক্স হেলস-রাইলে রুশো (ছবি সংগৃহীত)

বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে রেকর্ড নিয়ে ছেলখেলা করেছে রংপুর রাইডার্স। 

শুক্রবার সন্ধ্যায় মাঠে গড়ানো ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুটি নতুন কীর্তি গড়েছে বর্তমান বিপিএল চ্যাম্পিয়নরা।

বিপিএলে প্রথমবার একই ইনিংসে হয়েছে জোড়া সেঞ্চুরি। চিটাগংয়ের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের স্বাদ নেন ওপেনার অ্যালেক্স হেলস ও তিন নম্বরে নামা রাইলে রুশো। তাদের কাঁধে চড়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড গড়েছে রংপুর। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৩৯ রান তুলেছে তারা।

এ ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয়বারের মতো ঘটেছে একই ইনিংসে জোড়া সেঞ্চুরির ঘটনা। ইংলিশ তারকা হেলস ৪৭ বলে পূরণ করেন সেঞ্চুরি। মুখোমুখি হওয়া পরের বলেই সাজঘরে ফেরার আগে তিনি মারেন ১১টি চার ও ৫টি ছয়। আর চলতি বিপিএলে দুর্বার ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার তারকা রুশো ৫১ বলে সেঞ্চুরি ছুঁয়ে অপরাজিত থাকেন। দুজনের ব্যাট থেকেই আসে ঠিক ১০০ রান।

বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ২০১৩ সাল থেকে ধরে রেখেছিল ঢাকা ডায়নামাইটস (মালিকানা বদলে যাওয়ায় তারা এখন বিপিএলে নেই)। সেবার রংপুরের বিপক্ষেই ৪ উইকেটে ২১৭ রান করেছিল তারা। এদিন সেই রেকর্ড ভেঙে রংপুর করেছে ৪ উইকেটে ২৩৯ রানের পাহাড়।

ইনিংসের দ্বিতীয় ওভারে ক্রিস গেইলের বিদায়ের পর জুটি বাঁধেন হেলস ও রুশো। দ্বিতীয় উইকেটে মাত্র ৭৯ বলে ১৭৪ রান যোগ করেন তারা। এটি বিপিএলের ইতিহাসে যে কোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ জুটি।

সেঞ্চুরি হাঁকানোর পথে হেলস জীবন পান দুবার। প্রথমবার ব্যক্তিগত ৩৫ রানে। পরেরবার ৯৮ রানে। আর ১৫তম ওভারের ওই বলেই ক্যাচ মিসের সুযোগ নিয়ে দৌড়ে ২ রান নিয়ে সেঞ্চুরির দেখা পান হেলস।

অন্যদিকে রুশো বেঁচে যান ফিফটি তুলে নেওয়ার পরের বলেই। এরপর ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি তুলে নেন বিপিএলের এবারের আসরে রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে থাকা এই প্রোটিয়া বাঁহাতি।

সংক্ষিপ্ত স্কোর :

রংপুর রাইডার্স : ২৩৯/৪ (২০ ওভারে) (গেইল ২, হেলস ১০০, রুশো ১০০*, ডি ভিলিয়ার্স ১, মিঠুন ১৫, নাহিদুল ১১*; ফ্রাইলিঙ্ক ০/১৪, আবু জায়েদ ২/৩৫, খালেদ ০/৫০, সানজামুল ০/৩৭, রবিউল ১/৫৪, সিকান্দার ১/৪৮)।

নিউজওয়ান২৪/আ.রাফি