বিপিএলের চট্টগ্রাম পর্বের পূর্ণাঙ্গ সূচি
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার
বিপিএল এবার চট্টগ্রামে (ছবি : ফাইল)
ঢাকায় দুই পর্ব ও সিলেটে এক পর্বের পাঠ চুকিয়ে এবার চট্টগ্রামে পা রেখেছে বিপিএল।
শুক্রবার (২৫ জানুয়ারি) থেকে মাঠে গড়িয়েছে আসরের চতুর্থ পর্ব। এবারে চট্টগ্রাম পর্বের স্থায়িত্ব ছয় দিন (২৫-৩০ জানুয়ারি)। অনুষ্ঠিত হবে মোট দশটি ম্যাচ।
বিপিএলের ষষ্ঠ আসরে চট্টগ্রাম পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। স্বভাবতই সেখানে সবচেয়ে বেশি চারটি ম্যাচ খেলবে স্বাগতিক দল চিটাগং ভাইকিংস। এই পর্বে শেষে ফের ঢাকায় ফিরবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই ঘরোয়া টি-টুয়েন্টি আসর।
সমুদ্র পাড়ের ক্রিকেট ভক্তদের জন্য আরও সুসংবাদ হচ্ছে, বর্তমানে বিপিএলের পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে আছে চিটাগং। মুশফিকুর রহীমরা এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬টিতেই জিতেছেন। হেরেছেন মাত্র ১ ম্যাচে। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।
আজ শুক্রবার চট্টগ্রাম পর্বের প্রথম দিনে দুটি ম্যাচ। দুপুর ২টায় মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস। পরের ম্যাচে সন্ধ্যা ৭টায় নিজেদের মাঠে চিটাগং ভাইকিংস লড়বে বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে।
চট্টগ্রাম পর্বের সূচি:
তারিখ-ম্যাচ-সময়-
২৫ জানু, শুক্রবার, সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস, দুপুর ২.০০টা
২৫ জানু, শুক্রবার, চিটাগং ভাইকিংস-রংপুর রাইডার্স, সন্ধ্যা ৭.০০টা
২৬ জানু, শনিবার, সিলেট সিক্সার্স-খুলনা টাইটান্স, দুপুর ১.৩০টা
২৬ জানু, শনিবার, চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংস, সন্ধ্যা ৬.৩০টা
২৮ জানু, সোমবার, খুলনা টাইটান্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুপুর ১.৩০টা
২৮ জানু, সোমবার, ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স, সন্ধ্যা ৬.৩০টা
২৯ জানু, মঙ্গলবার, চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুপুর ১.৩০টা
২৯ জানু, মঙ্গলবার, রংপুর রাইডার্স-রাজশাহী কিংস, সন্ধ্যা ৬.৩০টা
৩০ জানু, বুধবার, চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস, দুপুর ১.৩০টা
৩০ জানু, বুধবার, সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস, সন্ধ্যা ৬.৩০টা।
নিউজওয়ান২৪/আর.রাফি