চীন-মার্কিন উত্তেজনা
তাইওয়ানে মার্কিন যুদ্ধজাহাজ
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত
চীন-মার্কিন চলমান উত্তেজনার মধ্যেই তাইওয়ানে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
চলতি বছর প্রথমবারের মতো ওই যুদ্ধজাহাজগুলো পাঠানো হয়েছে বলে জানিয়েছে তাইওয়ান সরকার। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ নতুন করে চীনের সঙ্গে উত্তেজনা আরো বাড়বে বলেই আশঙ্কা তৈরি হয়েছে।
কারণ তাইওয়ানকে স্বীকৃতি দেয় না চীন। দেশটি নিজেদের মতো করে চললেও চীন তাদের নিয়ন্ত্রণ করতে চায়।
তাইপে এবং বেইজিংয়ের মধ্যে নতুন উত্তেজনা বিরাজ করার মধ্যেই যুদ্ধজাহাজ পাঠিয়ে তাইওয়ানের প্রতি সমর্থন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ। তাদের যাত্রা নিয়ম মেনেই হয়েছে।
সাগরপথে নিরাপত্তা নিশ্চিত করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তাইওয়ান। তবে এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিউজওয়ান২৪/আর.রাফি