উত্তরায় বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:৪৯ এএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

উত্তরা ৪নং সেক্টরের জাম তলা বস্তিতে আগুন। (ছবি : সংগৃহীত)
রাজধানীর উত্তরা ৪নং সেক্টরের রেল লাইন সংলগ্ন জাম তলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে প্রায় অর্ধশতাধিক বস্তিঘরসহ বেশ কিছু রিক্সার গ্যারেজ পুড়ে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে প্রায় কয়েক লাখ টাকা মূলের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাত ৯টায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দু'ঘণ্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, উত্তরা ৪নং সেক্টরে রেল লাইন সংলগ্ন বস্তিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ আগুন লাগার প্রকৃত কারণ এখনো যানা যায়নি।
রাত আনুমানিক পৌনে এগারোটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
নিউজওয়ান২৪/আরাফি