হালাল, হারাম, মাকরুহ, মুবাহ ও মুস্তাহাব
ধর্ম ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৩১ এএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি
ইসলামের দৃষ্টিতে মানুষের কাজ-কর্মকে হালাল, হারাম, মাকরুহ, মুবাহ ও মুস্তাহাব-এই পাঁচ ভাগে ভাগ করা যায়।
সংক্ষেপে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো-
হালাল :
হালাল অর্থ বৈধ। ইসলাম যে সব কাজকে বৈধ বা জায়েজ স্বীকৃতি দিয়েছে ইসলামি পরিভাষা অনুযায়ী তাই হালাল। একজন মুসলিমের উচিত সর্ব ব্যাপারে হালাল পন্থা ও পথ-পদ্ধতি অবলম্বন করা। যেমন : ব্যবসা হালাল এবং সুদ হারাম।
হারাম :
ইসলামে যে সব কাজকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে তাকে হারাম বলা হয়। এ ধরনের কাজ বর্জন করা বাধ্যতামূলক। হারাম কাজ করলে আল্লাহর শাস্তি পেতে হবে। যেমন: গীবত করা, অপবিত্র কিছু খাওয়া এবং সূর্যদয় এবং সূর্যাস্তের সময় নামাজ আদায় করা ইসলামে হারাম।
মাকরুহ:
মাকরুহ এমন আমল যা পালন করার তুলনায় না করা উত্তম। অর্থাৎ যে কাজ করা জায়েজ কিন্তু না করা উত্তম। মাকরুহ কাজ করলে শাস্তি পেতে হবে না, কিন্তু এ ধরনের কাজ এড়িয়ে যেতে বলেছে ইসলাম। যেমন : আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত ঐ দিনের আসরের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ আদায় করা।
মুস্তাহাব:
মুস্তাহাব এমন আমল যা পালন না করলে কোনো শাস্তি পেতে হবে না। কিন্তু পালন করা ইসলামের দৃষ্টিতে উত্তম। মুস্তাহাব কাজ করলে সওয়াব ও আল্লাহর দরবারে পুরস্কার আছে। যেমন: প্রতি আরবি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার রোজা রাখা মুস্তাহাব।
মুবাহ:
এটি এমন কর্ম যা সম্পাদন বা বর্জন কোনোটিই ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ নয়। আবার একাজ করতে উৎসাহিতও করা হয়নি। যেমন : ক্ষুধা না থাকা অবস্থায় কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা ছাড়া খাবার গ্রহণ করা।
নিউজওয়ান২৪/এনআর