তাড়াতাড়ি ইংরেজি শেখার কায়দা!
জোক্স ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৪:০৪ পিএম, ২ জানুয়ারি ২০১৭ সোমবার

প্রতীকি কোলাজ চিত্র
এক সহজ-সরল ঢাকাইয়া তার বিদ্বান বন্ধুর কছে এসেছে বুদ্ধির জন্য
দোস্ত, দোস্ত... আমি তাড়াতাড়ি ইংরেজি হিকবার (শিখতে) চাই, ঝাক্কাস কুনু কায়দা-কানুন জানা থাকলে ক জলদি! দরকার পড়লে স্কুলেভি ভর্তি অমু
বাল্য জীবনে বিদ্যালয়কে জেলখানার মতো এড়িয়ে চলা বড়লোক বন্ধুর হঠাৎ পড়ালেখায় আগ্রহ দেখে তাজ্জব হন বিদ্বান। জিজ্ঞেস করেন-
কেন! এতো টেকা-পয়সার মালিক তুই, তোর আবার ইংরেজি হিকনের কী ইমুন জরুরত পড়লো আতখা (হঠাৎ), বুড়া বয়সে? কত ইংরেজিওয়ালা লোকই তো তোর চাকরি করে!
আর কইস না! মান-সম্মানের ব্যাপার, অগোরে জিগান যাইবো না।
ঘটনা কী অইছে কইবি তো!
হুন তাইলে। একটা ইংরেজের বাচ্চারে দত্তক লইছি। তো ওই বেটায় হালায় কথা শুরু করার আগেই আমার ইংরেজিটা শিখ্যা রাখা দরকার না! অর লগে ইংজিতে কথা কেইতে না পারলে তো ইজ্জত পাংচার! হালায় ভাববো আমরা মূর্খ...
নিউজওয়ান২৪.কম/একে