NewsOne24

ঢাকায় ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নতুন বছরের প্রথম দিনেই সরগরম ছিল হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ধীরে ধীরে মিরপুরের প্রাণ চাঞ্চল্য বাড়িয়েছে মাশরাফি, তামিম, মুশফিকের উপস্থিতি। এবার তাদের সঙ্গ দিচ্ছেন এক ঝাঁক বিদেশি ক্রিকেটার।

গতকাল ঢাকায় এসেছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল, দক্ষিণ আফ্রিকার রাউলি রুশো ও ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। আজ বৃহস্পতিবার ঢাকার মাঠে প্রথমবারের মতো ঘরোয়া টুর্নামেন্ট খেলতে পা দিয়েছেন অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
বর্তমানে বল বিকৃতির অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ রয়েছেন এই অজি ওপেনার। আগামী মার্চে ফিরবেন জাতীয় দলে। তার আগে আদর্শ প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএলকে)।

সিলেট সিক্সার্সের হয়ে ওপেনিং করার পাশাপাশি দলের অধিনায়কত্বও করবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জয়ী এই অধিনায়ক। ২০১৬তে সানরাইজার্স হায়দারবাদ হয়ে আইপিএলের শিরোপা জেতেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান। ওয়ার্নারের দলে প্রথমবারের খেলবেন আইপিএল ও বিগ ব্যাশ মাতানো নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে।

এছাড়া বিদেশি তারকা আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরাণ, মোহাম্মদ ইরফানের সঙ্গে সিলেটে রয়েছে সাব্বির রহমান, নাসির হোসেন তাসকিন আহমেদ, লিটন দাসের মতো এক ঝাঁক দেশি ক্রিকেটার। ওয়ার্নার ছাড়াও এবারের বিপিএলে প্রথমবারের মতো অংশ নিবেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ, প্রোটিয়া দানব এবি ডি ভিলিয়ার্সের মতো সুপারস্টাররা। এছাড়া প্রতি আসরের মতো এবারও থাকছে ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, এভিন লুইসদের মতো টি-টোয়েন্টি কিংসরা।  
 
সিলেট সিক্সার্স
নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, মেহেদি হাসান রানা, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, ইমরান তাহির।

নিউজওয়ান২৪/ইরু