নবনির্বাচিত ৭ এমপি শপথ গ্রহণে নেই
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:১৮ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
জাতীয় সংসদ ভবন (ছবি : সংগৃহীত)
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নি ধানের শীষ প্রতীকে বিজয়ী ৭ জন এমপি।
যাদের মধ্যে পাঁচজন বিএনপির এবং দুইজন রয়েছেন গণফোরামের।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও স্বতন্ত্রভাবে নবনির্বাচিত সদস্যরা শপথ নিলেও এই এলাকায়ই আসতে দেখা যায়নি ঐক্যফ্রন্টের কাউকে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই ভোটে কারচুপি-জালিয়াতির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলাফল প্রত্যাখ্যান করে জানিয়ে দেন, ‘শপথ নেওয়ার প্রশ্নই আসে না। এই নির্বাচনের ফলাফল আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
নিউজওয়ান২৪/আরএডব্লিউ