প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার নিশ্চয়তা কানাডার
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি
এবারের নির্বাচনে সব দলের অংশগ্রহণে স্বাগত জানিয়েছে কানাডা। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভবিষ্যতে কাজ করে যাবে বলেও জানিয়েছে দেশটি।
বুধবার কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাখ লাখ ভোটারের অংশগ্রহণ বাংলাদেশের জনগণের শক্তিশালী গণতান্ত্রিক দৃঢ় বিশ্বাসের বহিঃপ্রকাশ। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দেয়ার প্রথম দেশগুলোর মধ্যে ছিলো কানাডা। পারস্পরিক স্বার্থকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে দেশটি।
তবে নির্বাচনী প্রচারণা চলাকালে অনিয়মের যে দাবি উঠেছে তা স্বচ্ছভাবে তদন্তের আহ্বান জানায় কানাডা। এছাড়া নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত নাগরিক ও পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে দেশটি।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ