ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত
ফেনী প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:০৫ এএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

প্রতীকী ছবি
ফেনীর দাগনভূঁঞায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদকবিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ফেনীর দাগনভূঁঞায় রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে মাদকবিক্রেতারা গুলি ছোড়েন। পরে র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
পরে ঘটনাস্থল থেকে দু’জন মাদকবিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ, একটি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার এবং ২৫০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ